সর্বশেষ :

রায়গঞ্জে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত


রাম চন্দ্র, সিরাজগঞ্জ
নভেম্বর ৭, ২০২৪ । ৭:৩৫ অপরাহ্ণ
রায়গঞ্জে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি রায়গঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ শামসুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক, জেলা বিএনপির সদস্য মোঃ লেলিন তালুকদার, সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া মাস্টার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুস মন্ডল, পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন, সাংগঠনিক সম্পাদক মোঃ রহিম বাদশা এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং কৃষকদলের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য এবং দেশের গণতন্ত্র ও স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করার আহ্বান জানানো হয়।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০