বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে নিবিড় সহযোগিতার আশ্বাস দিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সারাহ কুক বলেন, “বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে যুক্তরাজ্য নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। প্রধান বিচারপতির সঙ্গে এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।”
এর আগে, সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দপ্তরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ বৈঠকে বিচার বিভাগের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান এবং প্রধান বিচারপতির একান্ত সচিব শরিফুল আলম ভূঞা।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :