বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর অলোয়া গ্রামে ছিনতাইয়ের ঘটনাকে চুরি মামলা হিসেবে রেকর্ড করা ও এক কলেজ ছাত্রসহ নিরপরাধ ব্যবসায়ীকে গ্রেফতারের অভিযোগে থানা পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী।
এ ঘটনায় ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, এসআই মোহাম্মদ আলী, ও এসআই অমিত মাহমুদের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মথুরাপুর অলোয়া গ্রামে আয়োজিত এ মানববন্ধনে প্রায় ৫০০ শতাধিক গ্রামবাসী অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি গোলাম রব্বানী, ফিরোজ, শাজাহান আলী, নজরুল ইসলাম, হবিবর রহমান, মিস্টার, শিকিম আলী, ইসমাইল হোসেন, জহুরুল ইসলাম, ইউনুস আলী, লাইলী, রেনুকা, সবুরা বেগম, সুকি প্রমুখ।
বক্তারা বলেন, থানার কর্মকর্তাদের অব্যবস্থাপনা ও নিরপরাধদের গ্রেফতারের ফলে নিরীহ মানুষের জীবন বিষিয়ে উঠছে। তাঁরা দাবি করেন, প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচার করতে হবে এবং নিরপরাধ ব্যক্তিদের মুক্তি দিতে হবে। এছাড়া পুলিশের দায়িত্ব পালনে গাফিলতি ও মিথ্যা মামলার বিষয়টি যথাযথ তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণের দাবি জানান।
গ্রামবাসী জানান, এ ব্যাপারে তারা উচ্চ পর্যায়ের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :