কুষ্টিয়ার মিরপুরের পোড়াদহ রেলওয়ে জংশনে ঢাকাগামী নকশি কাঁথা মেইল ট্রেন থেকে ১৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোর ৪:৪০ মিনিটে পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনের বগিতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার করে। অভিযানে সহযোগিতা করেন জিআরপি থানার এএসআই বাহার আলী, কনস্টেবল বনমালী রায় এবং এসআই মহিরুদ্দিন। অভিযানের সময় কোনো আসামি গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ফেনসিডিল রেখে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
ওসি মো. জহিরুল ইসলাম জানান, মাদকচক্র ট্রেনের গভীর রাতে চলাচল এবং সীমান্তবর্তী এলাকার সুবিধা কাজে লাগিয়ে মাদক পাচার করে থাকে। তবে জিআরপি পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে আছে। উদ্ধারকৃত ফেনসিডিলের ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত, গত ২ নভেম্বরও ওসি জহিরুল ইসলামের নেতৃত্বে ৩৩০ বোতল ফেনসিডিলসহ তিনজন আসামি গ্রেফতার করা হয়েছিল। তার কার্যক্রমে সাধারণ মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং মাদকবিরোধী অভিযানে পোড়াদহ থানা পুলিশের কড়া অবস্থানকে প্রশংসা করেছেন।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :