জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দশ দিনের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন বাংলা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আইয়ুব।
এ সময় ঢাকা মহানগর উত্তর যুবদলের বিভিন্ন থানা, ওয়ার্ড এবং ইউনিটের নেতাকর্মীসহ প্রায় পাঁচ শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। মোহাম্মদ আইয়ুব ঐতিহাসিক এই দিবসটির সফলতা কামনা করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পরবর্তী সেনা অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থানের মধ্যে জাতিকে সংকটমুক্ত করতে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব ঘটে, যা জাতীয় জীবনে চরম নৈরাজ্যজনক পরিস্থিতি থেকে মুক্তি এনে দেয়। এই বিপ্লবের মাধ্যমে বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। ৭ নভেম্বরকে বিএনপি ও সমমনা দলগুলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।
দীর্ঘ ১৭ বছর পর দিবসটি উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে নেতাকর্মীদের ভিড় জমে। সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শেরে বাংলা নগর এবং পুরাতন বাণিজ্য মেলার মাঠে অবস্থান নেন। দুপুরের দিকে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাজারে প্রবেশ করেন এবং মাজার জিয়ারত করেন।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :