যশোরের কেশবপুরে জাগো ফাউন্ডেশন যশোর জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১ টায় কেশবপুর ক্যাফে ডে লাইট রেস্টুরেন্টে ওই আলোচনা সভায় জাগো ফাউন্ডেশন এর কেশবপুর উপজেলা শাখার সমন্বয়ক মাশফি চৌধুরী অরিনের সভাপতিত্বে ও জাগো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান হোসেন সঞ্চালনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডবলু, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুস সালাম, শহীদ লেফটেন্যান্ট মাসুদ মেমোরিয়াল কলেজের সিনিয়র অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, কেশবপুর মহিলা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান, কেশবপুর নিউজ ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান কবীর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সম্রাট হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে তরুণদের অগ্রণী ভূমিকার বিষয়ে উল্লেখপূর্বক বিভিন্ন বক্তব্য প্রদান করে বলেন, বাংলাদেশের শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যসেবায় সচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধে করনীয়, মাদক সেবনকারীদের আইনের আওতায় আনা, সন্ত্রাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা, চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ সহ বর্তমান তরুণ সমাজকে উদ্বুদ্ধকরণে গুরুত্ব দিয়ে বিশেষ ভূমিকার কথা আলোচনায় উঠে আসে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাসিব, রাজিয়া, বাপ্পি, সোয়াইব, বৃষ্টি, ফায়িদবা প্রমুখ।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :