সর্বশেষ :

কলকাতায় অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে ২ মামলা


অনলাইন ডেস্ক
নভেম্বর ৭, ২০২৪ । ১১:০৯ পূর্বাহ্ণ
কলকাতায় অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে ২ মামলা
সংগৃহীত ছবি

বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্যের অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে গত ২৭ অক্টোবর সল্ট লেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে বক্তব্য দেওয়ার সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মতো উসকানিমূলক কথা বলেন বলে অভিযোগ করেছেন তৃণমূল সমর্থকরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা যায়, অমিত শাহর সামনেই এই বক্তব্য দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এ কারণে ৪ ও ৬ নভেম্বর কলকাতার বউবাজার এবং বিধাননগর দক্ষিণ থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়।

বউবাজার থানায় মামলাকারীর পরিচয় অপ্রকাশিত থাকলেও বিধাননগর থানায় কৌশিক সাহা নামে সল্ট লেকের এক বাসিন্দা অভিযোগ দায়ের করেছেন। কৌশিক সাহা, মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন।

বিজেপির স্থানীয় নেতারা দাবি করেছেন, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে কিছু মন্তব্য করেছিলেন মিঠুন চক্রবর্তী।

উল্লেখ্য, মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্যের অভিযোগ আগেই উঠেছিল। মূলত তাঁর বক্তব্যের প্রতিক্রিয়াতেই মিঠুন ওই মন্তব্য করেছেন বলে জানান বিজেপির নেতারা।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০