সর্বশেষ :

এবার শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি


সুজন, ভারত
নভেম্বর ৭, ২০২৪ । ৪:২৯ অপরাহ্ণ
এবার শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি
সংগৃহীত ছবি

সলমনের পর এবার অভিনেতা শাহরুখ খানকে খুনের হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভারতের ছত্তিশগড় থেকে মুম্বই পুলিশের কাছে একটি উড়োফোন আসে। ফোনে শাহরুখকে হত্যার হুমকি দেওয়া হয়। মুম্বই পুলিশ দ্রুত ফোনটির লোকেশন শনাক্ত করে ছত্তিশগড়ে পৌঁছে যায়।

তদন্তে জানা গেছে, ফয়জান নামের এক ব্যক্তি এই ভুয়া ফোন কলের সঙ্গে যুক্ত।

ভারতীয় দণ্ডবিধির ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিযোগ দায়ের করে মুম্বই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, হুমকিদাতা যুবক শাহরুখের প্রাণনাশের শর্তে ৫০ লাখ টাকা দাবি করে। এ ঘটনার পেছনে কোনো গ্যাংস্টার দল, বিশেষ করে লরেন্স বিষ্ণোইর সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মুম্বই পুলিশ বর্তমানে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

শাহরুখ খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং তার সুরক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এই ঘটনার পর বলিউডের তারকাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু হয়েছে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০