ভারতের উত্তরপ্রদেশের হাদৌ জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০ জন যাত্রী। বুধবার (৬ নভেম্বর) বিকেলে রোশনপুর গ্রামের কাছে বিলগ্রাম-মাধবগঞ্জ রোডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, একটি বাইকের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে দ্রুতগামী একটি ট্রাক যাত্রীবাহী অটোকে পিষে দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৬ জন মহিলা, ৩ জন শিশু এবং ১ জন পুরুষ নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন, যাঁদের দ্রুত স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার সময় অটোটিতে মোট ১৫ জন যাত্রী ছিলেন। ঘটনার পরপরই অটোর চালক পালিয়ে যান বলে জানা গেছে। পুলিশ অটোটিকে আটক করেছে এবং চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক শোক প্রকাশ করেছেন। রাজ্য সরকার নিহতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে। দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :