প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নতি এমনভাবে করতে হবে যাতে বিশ্বকে খুঁজে আসতে না হয়; বরং বিশ্বই যেন বাংলাদেশের দিকে আকৃষ্ট হয়।
এই লক্ষ্য বাস্তবায়নে দেশকে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান।
ড. ইউনূস উল্লেখ করেন, বর্তমান বিশ্বমানের গবেষণার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে এবং বিজ্ঞান চর্চাকে আরও এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সংস্কার আনতে প্রতিজ্ঞাবদ্ধ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে সংস্কার কার্যক্রম পরিচালনা করা হবে বলে তিনি জানান।
এ সময় তিনি আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের মানুষ নতুন করে চিন্তার স্বাধীনতা অর্জন করেছে, যা আমাদের ভবিষ্যৎ উন্নয়নের পথে সহায়ক হবে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :