ঢাকা, ৬ নভেম্বর: হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী ও ব্যবসায়ী শমী কায়সার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বুধবার (৬ নভেম্বর) রিমান্ড শুনানির সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ হিসেবে আখ্যা দেন। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।
গত ৫ নভেম্বর উত্তরা পশ্চিম ও পূর্ব থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া, ১৪ অক্টোবর মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের হয়।
শমী কায়সারের বিরুদ্ধে মূল মামলাটি দায়ের করেন ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ, যিনি গত ১৮ জুলাই এক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন। এ ঘটনায় মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুনসহ আরও ১২৬ জনকে আসামি করা হয়, যেখানে শমী কায়সারের নাম এজাহারভুক্ত ২৪ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
শুনানির সময়, শমী কায়সারের পক্ষের আইনজীবী তার জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :