সর্বশেষ :

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উপদেষ্টা হলেন সাবেক এমপি মোশারফ হোসেন


নুরুল, কাহালু
নভেম্বর ৬, ২০২৪ । ৭:২৮ অপরাহ্ণ
জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উপদেষ্টা হলেন সাবেক এমপি মোশারফ হোসেন
সংগৃহীত ছবি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে সারাদেশে আয়োজন করা হচ্ছে “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪”।

এই টুর্নামেন্টের কমিটি ঘোষণা করেছে বিএনপি, যেখানে কাহালু-নন্দীগ্রাম আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ৬ নভেম্বর এই টুর্নামেন্টের ৩৪ সদস্য বিশিষ্ট আয়োজন কমিটির ঘোষণা করেন।

টুর্নামেন্টের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক ও ইন্দিরা রোড ক্রীড়া চক্রের সভাপতি রফিকুল ইসলাম বাবু।

সদস্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার এবং ওয়াল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বোর্ড অব ডিরেক্টর দেবব্রত পালকে।

এই টুর্নামেন্টটি সারা দেশে যুবসমাজকে উৎসাহিত করতে এবং জিয়াউর রহমানের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন যে, দেশের বিভিন্ন এলাকার প্রতিভাবান খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০