বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব সুযোগ পেয়েছেন আন্তর্জাতিক গ্লোবাল সুপার লিগে খেলতে। আগামী ২৬ নভেম্বর থেকে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে স্বাগতিক দল গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামতে দেখা যেতে পারে তাকে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেমিফাইনালে জায়গা করে নেওয়া রংপুর রাইডার্সও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। তবে সাকিবকে দলে নিয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। সাকিব নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।
তবে গ্লোবাল সুপার লিগে তার খেলা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে, কারণ একই সময়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ দল। এই সিরিজে বাংলাদেশের দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে।
গায়ানা আমাজন ওয়ারিয়র্স ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ান ক্রিকেট দল এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের রংপুর রাইডার্স। পাঁচ দলের মধ্যে চারটি দল সেমিফাইনালে যাবে এবং ৭ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।
গায়ানা সরকারের উদ্যোগে আয়োজিত এই গ্লোবাল সুপার লিগে বিজয়ী দল পাবে ১ মিলিয়ন ডলার অর্থ পুরস্কার।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :