চলতি বছরের ২৪ আগস্ট চিত্রনায়িকা অপু বিশ্বাস, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম এবং তাদের সহযোগী জাহিদুল ইসলাম আপনকে আসামি করে মামলা দায়ের করেছেন প্রযোজক সিমি ইসলাম কলি। অভিযোগের মূল বিষয় হচ্ছে, সিমির ইউটিউব চ্যানেলটি হ্যাক করে অর্থ আদায়ের মাধ্যমে সেটি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করা।
সিমি জানান, তার ইউটিউব চ্যানেলটি অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম হ্যাক করেছেন। বিষয়টি জানিয়ে গত জানুয়ারিতে তিনি লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং চলচ্চিত্র প্রযোজক সমিতির মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। তবে কোনো সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত তিনি আদালতের আশ্রয় নেন।
অভিযোগে বলা হয়, গত বছরের আগস্টে সিমির চ্যানেলটি হ্যাক করা হয়। এরপর সেটি ফেরত দিতে অপু বিশ্বাসের পক্ষে ১০ লাখ টাকা দাবি করা হয়। দর-কষাকষির পর সিমি ৫ লাখ টাকা দিয়ে চ্যানেলটি ফেরত পান, তবে ভিডিওগুলো আর ফিরে পাননি। এ নিয়ে হিরো আলমের সঙ্গে যোগাযোগ করলেও তিনি সমাধান দিতে ব্যর্থ হন।
সিমি ইসলাম গণমাধ্যমকে জানান, অপু বিশ্বাসের কাছে চ্যানেল ফেরত চেয়েও ফল পাননি এবং প্রযোজক নেতাদের মাধ্যমে চেষ্টা করেও ব্যর্থ হন। হিরো আলম নিজে উদ্যোগী হয়ে বিষয়টি সমাধান করবেন বললেও শেষ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেননি। সিমি শেষ পর্যন্ত আদালতে মামলা দায়ের করতে বাধ্য হন।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :