সর্বশেষ :

১৩ বছর পর আবারও বিয়ে করলেন সানি লিওন


অনলাইন ডেস্ক
নভেম্বর ৫, ২০২৪ । ১২:২০ অপরাহ্ণ
১৩ বছর পর আবারও বিয়ে করলেন সানি লিওন
সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী ও মডেল সানি লিওন তেরো বছর পর আবারও স্বামী ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেছেন। তাদের তিন সন্তান নিশা, নোয়া ও আশেরের উপস্থিতিতে গত ৩১ অক্টোবর মালদ্বীপে ঘনিষ্ঠ আয়োজনে দাম্পত্য জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই দম্পতি।

তবে নতুন কোনো পাত্র নয়, বরাবরের মতোই সঙ্গী ড্যানিয়েলকেই বিয়ে করেছেন সানি।

জানা গেছে, সন্তানদের কাছে বিয়ের গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ নিয়েছেন তারা।

ভারতীয় গণমাধ্যমের মতে, তাদের ইচ্ছা ছিল, সন্তানরা বড় হলে তারা নতুন করে আবার বিয়ে করবেন, যা বিয়ের প্রতি সন্তানদের মানসিকভাবে ইতিবাচক ধারণা গড়ে তুলতে সহায়তা করবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সক্রিয় সানি। নিয়মিতই তিনি সুখী দাম্পত্য জীবনের বিভিন্ন মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন। এই বিশেষ দিনের ছবিও শেয়ার করেছেন তিনি, যা ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা না বললেও বিভিন্ন সাক্ষাৎকারে সানি অতীতে পর্ন দুনিয়া থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছেন। অনেক সমালোচনা সত্ত্বেও তিনি নিজের জীবনকে সবার সামনে গুছিয়ে উপস্থাপন করে চলেছেন।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০