সর্বশেষ :

বিরলে কৃষকদের মাঝে প্রোণোদনার বিনামূল্যে বীজ ও সার বিতরণ


আজাদ, বিরল
নভেম্বর ৫, ২০২৪ । ৬:০১ অপরাহ্ণ
বিরলে কৃষকদের মাঝে প্রোণোদনার বিনামূল্যে বীজ ও সার বিতরণ
সংগৃহীত ছবি

দিনাজপুরের বিরলে ২০২৪-২৫ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ভুট্টা, সরিষা, শীতকালীন পেয়াজ, ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ ও রাসায়নিক সার  ১০ কেজি ডি,এ,পি, (ডেপ) ও ১০ কেজি এম,ও,পি, (পটাশ) রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের সামনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম, কৃষি সম্প্রসারণ অফিসার বরকতউল্লা, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সাহাজান আলী সহ উপ সহকারী কৃষি অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম জানায় ২০২৪-২৫ অর্থ বছরে বিরল উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ২ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায়ক্রমে সরিষা জাত ৯, ১৪, ১৭, ১৮ বিএডিসি-১ জাতের ১ কেজি সরিষা বিজ ১ কেজি ও ১০ কেজি ডি,এ,পি, (ডেপ) ও ১০ কেজি এম,ও,পি, (পটাশ) বিতরণ করা হবে।

এছাড়াও ৩৩০ জনকে ২০ কেজি করে গম বীজ ১০ কেজি ডি,এ,পি, (ডেপ) ও ১০ কেজি এম,ও,পি, (পটাশ)। ১৪৫০ জনকে ২ ভুট্টা কেজি বীজ ও ১০ কেজি ডি,এ,পি, (ডেপ) ও ১০ কেজি এম,ও,পি, (পটাশ)। ৪০ জনকে সূর্যমুখী মূখী বীজ ১ কেজি, ১০ কেজি ডি,এ,পি, (ডেপ) ও ১০ কেজি এম,ও,পি, (পটাশ) সার।

২০ জনকে শীতকালীন পেয়াজের বীজ ১ কেজি ও ১০ কেজি ডি,এ,পি, (ডেপ) ও ১০ কেজি এম,ও,পি, (পটাশ) এবং ১০ জনকে অড়হড় বীজ ২ কেজি ও ১০ কেজি ডি,এ,পি, (ডেপ) ও ১০ কেজি এম,ও,পি, (পটাশ) সার পর্যায়ক্রমে সকরের মাঝে বিতরণ করা হবে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০