জামালপুরের বকশীগঞ্জে পুলিশ-জনতার মেলবন্ধন সৃষ্টি করতে নাগরিক সমাবেশে করেছে থানা পুলিশ। নাগরিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে বকশীগঞ্জ থানা চত্বরে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে বিভিন্ন পেশা ও সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, সাবেক সিভিল সার্জন ডা. সিদ্ধেসর সাহা, উপজেলা নাগরিক কমিটির প্রতিনিধি মিজানুর রহমান তালুকদার, পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ, ধানুয়া কামালপুর আমদানি-রপ্তানীকারক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মোকাদ্দেস রিপন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবদুল হামিদ, পৌর জামায়াতের আমীর মওলানা আবদুল মতিন, উপজেলা বাস মালিক সমিতির সভাপতি বিপ্লব সওদাগর, উপজেলা শিল্প ও বনিক সমিতির সদস্য সচিব শাকিল তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম ও সবুজ মিয়া।
নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, বকশীগঞ্জ একটি সীমান্তবর্তী উপজেলা। তাই এই অঞ্চলে মাদকের প্রবণতা একটু বেশি। যেকোন মূল্যে আমাদের মাদক প্রতিরোধ করতে হবে। কারণ যুব সমাজকে ধ্বংস করতে এক মাদকই যথেষ্ট। তাই মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতিতে রয়েছি।
তিনি আরও বলেন, জনতা-পুলিশ এর মধ্যে মেলবন্ধন হলে অনেক অপরাধ কমে যাবে। একারণে নাগরিক কমিটিতে স্থানীয় জনতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আপনাদের সহযোগিতা ছাড়া কোন অপরাধই নির্মূল করা সম্ভব নয়। জেলা পুলিশের প্রত্যেক সদস্য জনগণের সেবায় নিয়োজিত রয়েছে।
পুলিশ সুপার বলেন, অতীতে পুলিশের কোন ভুল থাকলে সেগুলো ভুলে গিয়ে নতুন করে আমাদের সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা পেলে আমরা ভাল পুলিশিং উপহার দিতে পারব।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :