সর্বশেষ :

ছাত্রীকে যৌন হয়রানীর মিথ্যা অপবাদে স্কুল শিক্ষকের আত্মহত্যা


আল-আমীন, টাঙ্গাইল
নভেম্বর ৫, ২০২৪ । ৭:২৮ অপরাহ্ণ
ছাত্রীকে যৌন হয়রানীর মিথ্যা অপবাদে স্কুল শিক্ষকের আত্মহত্যা
সংগৃহীত ছবি

টাংগাইলের সখীপুর উপজেলার ১০নং বড়চওনা ইউনিয়নের দারিপাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম গতকাল সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে নিজ বাড়ির রান্নাঘরে গলায় রশি বেঁধে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।

আত্মহত্যার কারন হিসেবে নিহত মো.নুরুল ইসলামের একমাত্র মেয়ে নিপা বলেন, আমার বাবা এই মিথ্যা অভিযোগেরর অপমান সহ্য না করতে পেরে রাগে ক্ষোভে অভিমানে আত্মহত্যা করেছে। গত আগস্ট  মাসের ২৭ তারিখ এলাকার কিছু দুষ্কৃতকারী এবং দারিপাকা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মিলে আমার বাবার বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা অভিযোগ এনে এলাকায় একটি মানববন্ধন করে এবং জোর পূর্বক চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য করে। এরপর থেকে আমার বাবা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়ে মানবেতর জীবনযাপন করছিলো এবং মানসিকভাবে প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়।

গতকাল সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় একই এলাকার কামাল মাস্টারের নেতৃত্বে খায়রুল, সজীব, হামিদুল, আরাফাত, ফরিদুল গংরা আমার বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং চাকরি ফিরিয়ে দেওয়ার কথা বলে পাঁচ লক্ষ টাকা দাবী করে। ইত:পূর্বেই এরা আমাদের কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছে। কামাল মাস্টার গংদের দাবীকৃত টাকা না দিলে আমার বাবাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

নিপা আরো বলেন, কামাল মাস্টার গংদের অপমান সহ্য না করতে পেরে আমার বাবা আমাদের পরিবারের কাউকে কিছু না বলে রাত আনুমানিক ৩-৪ টায বাড়ির রান্নাঘরে গলায় রশি বেঁধে ফাঁসিতে ঝুলে আত্মাহত্যা করেছেন। আমার বাবার হত্যাকারী কামাল মাস্টার গংদের উপযুক্ত বিচার চাই। আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এলাকাবাসী জানান যে, মো. নুরুল ইসলাম তাঁর ছাত্র জীবন থেকেই দারিপাকাতে বসবাস শুরু করেন পরবর্তীতে বিয়ে করার সুবাদে দারিপাকা পূর্ব পাড়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার পৈতৃক নিবাস প্বার্শবর্তী ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের কাইয়ানড়া গ্রামে।

এলাকাবাসী দাবী করেন এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মো. নুরুল ইসলামের আত্মহত্যার প্রকৃত রহস্য উন্মোচন করা হয় এবং চক্রান্তকারী ও দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে সঠিক বিচার হয়।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০