সর্বশেষ :

চুলের যত্নে অ্যালোভেরা না কি আমলকী—কোনটি অধিক কার্যকর?


অনলাইন ডেস্ক
নভেম্বর ৫, ২০২৪ । ১২:৫১ অপরাহ্ণ
চুলের যত্নে অ্যালোভেরা না কি আমলকী—কোনটি অধিক কার্যকর?
সংগৃহীত ছবি

সুস্থ, ঘন ও উজ্জ্বল চুলের জন্য আজকাল অনেকেই প্রাকৃতিক উপাদান ব্যবহার করছেন। রাসায়নিক মুক্ত এসব ভেষজ উপাদান চুলের বিভিন্ন সমস্যা কমাতে কার্যকর ভূমিকা রাখে। তবে চুলের যত্নে সবচেয়ে উপকারী উপাদান কী—এ নিয়ে কিছুটা দ্বিধা দেখা যায়। আমলকী এবং অ্যালোভেরা উভয়েই চুলের পুষ্টি ও রক্ষণাবেক্ষণে ভূমিকা রাখে, কিন্তু কোনটি আপনার চুলের জন্য সেরা হবে?

অ্যালোভেরার গুণাবলী

অ্যালোভেরা গাছের পাতার ভিতরে থাকা জেল চুলের জন্য অত্যন্ত পুষ্টিকর। এতে রয়েছে ভিটামিন এ, সি, ই, বি১২, ফলিক অ্যাসিড ও বিটা-ক্যারোটিন, যা চুলের ফলিকলগুলিকে পুষ্টি জোগায়। স্ক্যাল্পের স্বাস্থ্যের উন্নতি ও চুল পড়া কমাতে অ্যালোভেরার কোনো তুলনা নেই। অ্যালোভেরা সরাসরি বা নারকেল তেল ও মধুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে চুলের ময়শ্চারাইজার হিসেবে কাজ করে, যা চুলকে করে তুলতে পারে কোমল ও রেশমী।

আমলকীর গুণাবলী

অন্যদিকে, ভিটামিন সি সমৃদ্ধ আমলকী চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং অকালপক্বতা প্রতিরোধে কার্যকর। এতে থাকা পলিফেনল ও অ্যান্টিঅক্সিডেন্ট চুলের কোলাজেন উৎপাদন বাড়িয়ে ফ্রি র‌্যাডিকেল প্রতিরোধ করে। নিয়মিত আমলকীর তেল দিয়ে মালিশ করলে চুলের শাইন এবং প্রাকৃতিক কন্ডিশনিং বাড়ে।

কোনটি আপনার জন্য সেরা?

অ্যালোভেরা চুলের ময়শ্চারাইজেশন ও স্ক্যাল্পের যত্নে উপকারী হলেও আমলকী শক্তিশালী করে চুলের মূল ও কমায় অকালপক্বতার সমস্যা। তাই চুলের প্রয়োজন অনুযায়ী এই দুটি উপাদানের একটি বা উভয়ই ব্যবহার করা যেতে পারে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০