সর্বশেষ :

গরমে স্বস্তি পেতে ডাবের পানির আইসক্রিম


অনলাইন ডেস্ক
নভেম্বর ৫, ২০২৪ । ২:৩২ অপরাহ্ণ
গরমে স্বস্তি পেতে ডাবের পানির আইসক্রিম
সংগৃহীত ছবি

গ্রীষ্মের তীব্র গরমে আরাম দিতে ডাবের পানির আইসক্রিম হতে পারে একটি দারুণ সমাধান। শরীরের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে এমনকি হজমে সহায়ক হিসেবে কাজ করে ডাবের পানি। এর ঠান্ডা ও স্নিগ্ধ স্বাদ গ্রীষ্মের প্রখর রোদে আপনাকে প্রশান্তি দিতে সক্ষম। যারা নতুন কিছু স্বাদের খোঁজে থাকেন, তাদের জন্য ডাবের পানি দিয়ে তৈরি এই আইসক্রিম হতে পারে অনন্য একটি অভিজ্ঞতা।

প্রয়োজনীয় উপকরণ:
– ১ কাপ হুইপ ক্রিম
– ২ কাপ ডাবের পানি
– ৪টি ডাবের শাঁস
– আধ কাপ গুঁড়ো চিনি
– ১/২ কাপ মিল্ক মেড

তৈরি করার পদ্ধতি:
১. প্রথমে একটি বড় পাত্রে হুইপ ক্রিম নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। হ্যান্ড ব্লেন্ডার অথবা ব্লেন্ডার ব্যবহার করতে পারেন।
২. এতে ডাবের পানি ও শাঁস যোগ করে পুনরায় ব্লেন্ড করুন।
৩. এরপরে গুঁড়ো চিনি ও মিল্ক মেড দিয়ে সব উপকরণ মিশ্রণ করে নিন। মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন।
৪. মিশ্রণটি একটি এয়ারটাইট কন্টেনারে ঢেলে ফ্রিজে ৬-৭ ঘণ্টা রাখুন।
৫. জমে গেলে স্কুপ আকারে পরিবেশন করুন। গার্নিশে ডাবের শাঁস ছোট ছোট স্লাইস করে দিতে পারেন।

গরমের দিনে তৃষ্ণা মেটাতে ও স্বাদে ভিন্নতা আনতে এই ডাবের পানির আইসক্রিমের জুড়ি নেই।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০