বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের লহরাপাড়া গ্রামের আব্দুল বাছেদ (৬৫) হত্যা মামলার এজাহারভুক্ত আসামী আব্দুল খালেক (৪৫) কে মঙ্গলবার দুপুরে উপজেলার বিবিরপুকুর বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১২।
আব্দুল খালেক কাহালু উপজেলার শিলকওর গ্রামের মৃত নছির উদ্দিনের পুত্র।
উল্লেখ্য যে, গত ২৯ সেপ্টেম্বর রাতে উপজেলার লহরাপাড়া গ্রামে মুদির দোকান ঘরে আব্দুল বাছেদকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় গত ২ অক্টোবর আব্দুল বাছেদের পুত্র ওমর ফারুক বাদী হয়ে ১১ জনকে এজাহার ভুক্ত আসামি করে কাহালু থানার ১টি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আব্দুল খালেক মামলার ৮ নম্বর আসামি। মামলার হওয়ার পর থেকে সে পলাতক ছিল।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :