স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম সোমবার (৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) পরিদর্শন শেষে দেশের স্বাস্থ্যসেবায় বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ ও তার সমাধান নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন।
তিনি জানান, দেশের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে সদর হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কমানো সম্ভব হবে। এতে রোগীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা আরও সহজে ও দ্রুত পাবে।
নূরজাহান বেগম জানান, চমেক হাসপাতালে আসন সংখ্যা ২,২০০ হলেও এখানে প্রায় ৩,৫০০-এর বেশি রোগী ভর্তি থাকে, যা ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি। ফলে রোগীদের চিকিৎসায় নানা সমস্যার সৃষ্টি হয় এবং চিকিৎসকদের ওপর কাজের চাপ বাড়ে। এ অতিরিক্ত চাপের ফলে হাসপাতালের কার্যক্রমে নানা রকম অভিযোগও উঠেছে। বিশেষত তৃতীয় ও চতুর্থ শ্রেণির আউটসোর্সিং কর্মীদের ক্ষেত্রে দেখা গেছে, তারা গত কয়েক মাস ধরে বেতন না পাওয়ায় রোগীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের চেষ্টা করছে। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তাদের বেতনভাতা বন্ধ হওয়া উচিত হয়নি, এবং এ সমস্যা দ্রুত সমাধানের প্রয়োজন রয়েছে।
উপদেষ্টা নূরজাহান বেগম আরও বলেন, দেশের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যন্ত্রপাতি ও দক্ষ কর্মীর সংকট রয়েছে। এই সংকটের কারণে প্রাথমিক পর্যায়ে রোগীরা সঠিক চিকিৎসা না পেয়ে জেলা সদর হাসপাতালগুলোর দিকে ঝুঁকছে, যা হাসপাতালের ওপর চাপ সৃষ্টি করছে এবং জটিল রোগীদের সেবা প্রদানে ব্যাঘাত ঘটাচ্ছে। উপদেষ্টার মতে, শুধুমাত্র চিকিৎসকই নয়, বরং টেকনোলজিস্ট ও আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির অভাবও পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা প্রদানে বাধা সৃষ্টি করছে।
উপদেষ্টা জানান, স্বাস্থ্য খাতের উন্নতি একদিনে সম্ভব নয়। সরকার ইউনিয়ন পর্যায়ে কিছু কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে, তবে সেখানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নেই। এছাড়াও উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে অবকাঠামোগত ও মানবসম্পদের বিভিন্ন সমস্যা রয়েছে, যা সামগ্রিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাধা সৃষ্টি করছে। এ সমস্যাগুলো কাটিয়ে উঠতে একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন, যাতে প্রতিটি স্তরে পর্যাপ্ত জনবল ও চিকিৎসা উপকরণ সরবরাহ করা যায়।
চমেক হাসপাতাল পরিদর্শনকালে উপদেষ্টা রোগীদের সেবার মান উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম চক্ষু হাসপাতালও পরিদর্শন করেন এবং সেখানকার সেবার মান সম্পর্কে খোঁজ-খবর নেন।এ সময় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমা, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য উপদেষ্টা আশা প্রকাশ করেন, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে দেশের স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়ন সম্ভব হবে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :