সর্বশেষ :

সেন্টমার্টিন নিয়ে অপ্রয়োজনীয় বিতর্কের অবসান চান উপদেষ্টা রিজওয়ানা


অনলাইন ডেস্ক
নভেম্বর ৪, ২০২৪ । ৩:০১ অপরাহ্ণ
সেন্টমার্টিন নিয়ে অপ্রয়োজনীয় বিতর্কের অবসান চান উপদেষ্টা রিজওয়ানা
সংগৃহীত ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সেন্টমার্টিন নিয়ে অহেতুক বিতর্কের সৃষ্টি না করে এটি সংরক্ষণ ও পর্যটন কার্যক্রমের সমন্বয় করাই উচিত।

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ওয়ান হেলথ ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজওয়ানা হাসান জানান, সেন্টমার্টিনে নভেম্বরে দিনে গিয়ে সেদিনই ফিরে আসার নিয়ম করা হয়েছে। ডিসেম্বর ও জানুয়ারিতে দৈনিক সর্বোচ্চ ২ হাজার পর্যটক সেখানে রাত যাপন করতে পারবেন।

রাজনৈতিক বিষয়ে মাইনাস টু ফর্মুলা নিয়ে বিএনপির মতামতকে তিনি দলটির অধিকার হিসেবে উল্লেখ করেন। রিজওয়ানা বলেন, সরকারও নির্বাচনে বিশ্বাসী এবং প্রয়োজনীয় সংস্কারের বিষয়টিও বিবেচনা করছে।

এ ছাড়া বন্যপ্রাণীর অধিকার ও পরিবেশ সুরক্ষা নিয়ে সবার সচেতনতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, হাতির চলাচলের পথ এখন বিপজ্জনক অবস্থায় রয়েছে, যা সতর্ক হওয়ার মতো বিষয়।

সম্প্রতি শিল্পকলায় ঘটিত অপ্রীতিকর ঘটনা নিয়ে তিনি বলেন, সরকার সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশ্বাসী, তবে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০