সর্বশেষ :

পিলখানা হত্যাকাণ্ডে পুনঃতদন্ত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


অনলাইন ডেস্ক
নভেম্বর ৪, ২০২৪ । ৩:০৪ অপরাহ্ণ
পিলখানা হত্যাকাণ্ডে পুনঃতদন্ত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সংগৃহীত ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত অবশ্যই করা হবে।

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্তের বিষয়ে কমিশন গঠন করা হবে কি না তা এখনই নিশ্চিত নয়, তবে পুনঃতদন্ত হবে এটি নিশ্চিত।” তিনি আরও জানান, অপরাধী যে-ই হোক তাকে ছাড় দেওয়া হবে না।

তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বলেন, “পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে আরও উন্নতি প্রয়োজন। ঢাকার পুলিশের অনেক সদস্যকে বদল করা হয়েছে, ফলে তাদের এলাকায় সমন্বয় করতে এবং ইন্টেলিজেন্স নেটওয়ার্ক শক্তিশালী করতে সময় লাগবে।”

সীমান্ত দিয়ে ফেনসিডিলসহ অন্যান্য অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে বিজিবিকে কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ দেন উপদেষ্টা।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরে কিছু সদস্য দাবি-দাওয়া আদায়ের নামে সন্ত্রাসী কার্যক্রম চালায়। এতে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০