বলিউডের বাদশাহ শাহরুখ খান, যার বয়স এখন ৫৮ পেরিয়ে ৫৯-এ, তাকে দেখে এখনও বয়স বোঝা মুশকিল। একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে তিনি দর্শকদের মন জয় করছেন। এই সুপারস্টারের জন্মদিনে মুম্বাইয়ের মান্নাতের সামনে ভক্তদের একত্রিত হওয়ার দৃশ্য ছিল দেখার মতো। তবে এর মধ্যেই শাহরুখের এক ভক্তের অসাধারণ পাগলামি সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
ভারতের ঝাড়খণ্ড থেকে আসা এই ভক্ত পেশায় কম্পিউটার সেন্টারের মালিক, কিন্তু শাহরুখ খানের সঙ্গে দেখা করার ইচ্ছায় তার কাজ বন্ধ রেখে গত ৯৫ দিন ধরে মান্নাতের সামনে অপেক্ষা করছেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, তার এই অপেক্ষা কেবলমাত্র শাহরুখের প্রতি গভীর ভালোবাসার কারণেই। তিনি জানান, পরিবারের সবাই তাকে উৎসাহ দিয়েছে যে, শাহরুখের সঙ্গে দেখা করেই যেন বাড়ি ফেরেন।
এই ভক্ত প্রতিদিন রাতে নিজের গাড়িতে ঘুমান এবং খাবারের জন্য হোটেলেই যান। শাহরুখের প্রতি ভালোবাসা থেকে তিনি এ দীর্ঘদিনের কষ্টকে উপেক্ষা করেছেন। তার প্রিয় সিনেমার তালিকায় রয়েছে ৯০ দশকের ব্লকবাস্টার ছবি কয়লা, করণ অর্জুন, দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে এবং দিল তো পাগল হ্যায়।
শাহরুখ খান এই ভক্তের ভালোবাসার মূল্যায়ন করবেন কিনা, তা এখনো অজানা। তবে তার ভক্তদের এমন পাগলামী তাকে বলিউডের বাদশাহ হিসেবে আরও একবার প্রমাণ করল।
আপনার মতামত লিখুন :