সর্বশেষ :

প্রেমের টানে ব্রাজিল থেকে ভারতে ৫১ বছরের রোজি


ভারত সংবাদদাতা
নভেম্বর ১, ২০২৪ । ১:০১ অপরাহ্ণ
প্রেমের টানে ব্রাজিল থেকে ভারতে ৫১ বছরের রোজি
সংগৃহীত ছবি

প্রেমের আকর্ষণে সুদূর ব্রাজিল থেকে ভারতে পাড়ি জমিয়েছেন ৫১ বছর বয়সী রোজি নাইদ শিকেরা। নিজের স্বামী, সন্তান ও দেশ ছেড়ে এসে তিনি নতুন জীবন শুরু করতে চলেছেন ৩০ বছর বয়সী পবন গোয়ালের সঙ্গে।

দিল্লিতে পবনের পরিবারের সঙ্গে বসবাস করছেন রোজি, এবং শীঘ্রই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন।

ব্রাজিলের বাসিন্দা রোজির সঙ্গে পবনের পরিচয় ঘটে গত বছর গুজরাটের কচ্ছ ভ্রমণের সময়। পবন ছত্তীশগড়ের ভিন্ড জেলার বাসিন্দা ও পেশায় একজন নিরাপত্তারক্ষী। কচ্ছে রোজি ও পবনের বন্ধুত্ব প্রেমে রূপ নেয় এবং দেশে ফিরেও তাদের যোগাযোগ অব্যাহত ছিল। ভাষা ও বয়সের পার্থক্য তাদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায়নি।

সাম্প্রতিক সময়ে রোজি সবকিছু ছেড়ে ভারতে চলে আসার সিদ্ধান্ত নেন এবং পবনের পরিবারও তাদের সম্পর্ক মেনে নেয়।

বিয়ের তারিখ নির্ধারণসহ নিমন্ত্রণপত্রও ছাপানো হয়েছে। তারা নিজেদের সিদ্ধান্ত জানাতে স্থানীয় জেলাশাসকের দপ্তরে নিমন্ত্রণপত্র দিয়ে এসেছেন। বিয়ের পর রোজি ভারতে স্থায়ী হওয়ার পরিকল্পনা করেছেন এবং পবনের সঙ্গে নতুন জীবনে প্রবেশ করতে চলেছেন।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০