বাংলাদেশ ক্রিকেটের তারকা সাকিব আল হাসান আসন্ন আফগানিস্তান সিরিজে অংশগ্রহণ নিয়ে শঙ্কায় আছেন। সদ্য সমাপ্ত মিরপুর টেস্টের মাধ্যমে লাল বলের ক্রিকেট থেকে বিদায় নিতে চেয়েছিলেন সাকিব, কিন্তু নিরাপত্তার কারণে তিনি দেশে ফিরতে পারেননি। এ অবস্থায় বিসিবির সভাপতি ফারুক আহমেদের বক্তব্যের মাধ্যমে সাকিবের খেলার বিষয়ে দুঃসংবাদ প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে গণমাধ্যমের সাথে আলাপকালে ফারুক আহমেদ বলেন, “সাকিব দেশে আসতে পারছিল না, এবং তাকে ফোনে কথা বলেছি। সে প্র্যাকটিসেও নেই। আমার মনে হয়, ওকে কিছুটা সময় দরকার। দলে যোগ দেওয়ার আগে এখনও সিদ্ধান্ত হয়নি, কিন্তু আফগানিস্তান সিরিজে খেলার সম্ভাবনা কম।”
তিনি আরও জানান, যদি সাকিব সিরিজটি মিস করে, তবে তিনি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারেন। বিসিবি সভাপতি বলেন, “সাকিবের মানসিক অবস্থা বিবেচনায় আমরা এখনও এনওসি দিইনি। তবে সে টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো করবে বলেই আমার বিশ্বাস। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, তবে আফগানিস্তান সিরিজে না খেলার সম্ভাবনা বেশি।”
গতকাল বিসিবি সভাপতি বলেন, “সাকিব সিলেকশনের জন্য অ্যাভেইলেবল। কিন্তু সিদ্ধান্ত এখনও হয়নি।” সাকিব নিজেও একটি প্রতিক্রিয়ায় বলেছেন, “আমি কীভাবে বলব, এটা তো বিসিবির বলার বিষয়।”
বাংলাদেশ আগামী ৬ নভেম্বর শারজাহয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে, এবং একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর। সাকিবের খেলার ভবিষ্যৎ নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :