সর্বশেষ :

ফলোঅন এড়াতে যত রান করতে হবে বাংলাদেশকে


অনলাইন ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৪ । ১২:২১ অপরাহ্ণ
ফলোঅন এড়াতে যত রান করতে হবে বাংলাদেশকে
সংগৃহীত ছবি

মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারের পর বাংলাদেশ নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করেছে চট্টগ্রামে। কিন্তু, স্বাগতিকদের জন্য পরিস্থিতি আবারও কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাজে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে হতাশা পোহাতে হচ্ছে টাইগারদের, যার ফলে ফলোঅনের শঙ্কায় পড়েছে দলটি।

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৫৭৫ রান করে। ফলোঅন এড়াতে হলে বাংলাদেশকে অন্তত ৩৭৬ রান করতে হবে। তবে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ১৯ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৭২ রান সংগ্রহ করতে পেরেছে। এর ফলে এখনও ৩০৪ রান করতে হবে তাদের।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তৃতীয় দিন শুরু হয়েছিল মুমিনুল হক ও নাজমুল হাসান শান্তের ব্যাটিং দিয়ে, কিন্তু শান্ত মাত্র ৯ রান করতেই সাজঘরে ফেরেন। অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমও দলের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন।

রাবাদার দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের দুর্বলতা আরও প্রকট হয়েছে; তিনি ১৫তম ওভারে মিরাজ ও অভিষেক টেস্ট খেলতে নামা মাহিদুল ইসলাম অঙ্কনকে ফিরিয়ে নিজের ফাইফার পূরণ করেন। ফলে দলীয় ৪৮ রানে বাংলাদেশের ৮ উইকেট পড়ে গেছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই টেস্টে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে পারলে, ফলোঅনের শঙ্কা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। তবে, তাদের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১