বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী মাসুদ আলী খান আর নেই। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর গ্রীন রোডের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পরিবারের সদস্য শারমিনা আহমেদ। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন মাসুদ আলী খান। বিভিন্ন সময়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসক নির্দেশিত চিকিৎসা চলছিল।
১৯২৯ সালের ৬ অক্টোবর মানিকগঞ্জের সিঙ্গাইরে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন মাসুদ আলী খান। পড়াশোনার একটি অংশ কলকাতায় এবং পরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এসএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে জগন্নাথ কলেজ ও স্যার সলিমুল্লাহ কলেজে পড়াশোনা করেন।
প্রাথমিক বিদ্যালয়ে পড়াকালীনই অভিনয়ের প্রতি গভীর আগ্রহ জন্মে তার, এবং সরস্বতী পূজায় ‘রানা প্রতাপ সিং’ নাটকে প্রথম অভিনয় করেন। ১৯৫৬ সালে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত অবস্থায় তিনি ‘ড্রামা সার্কেল’-এর সঙ্গে যুক্ত হন।
সাদেক খান নির্মিত ‘নদী ও নারী’ চলচ্চিত্র দিয়ে চলচ্চিত্র জগতে তার অভিষেক হয়। এরপর ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’, ‘গুলশান এভিনিউ’, ও ‘একান্নবর্তী’-এর মতো জনপ্রিয় টেলিভিশন নাটকে অভিনয় করে তিনি হয়ে ওঠেন বাংলা নাট্যজগতের এক উজ্জ্বল নক্ষত্র। তার অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করে।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :