বিরাট কোহলি ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট থেকে অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। তবে এবার সুখবর এসেছে কোহলির ভক্তদের জন্য। আসন্ন ২০২৫ আইপিএলে আবারও অধিনায়ক হিসেবে ফিরছেন তিনি, নেতৃত্ব দিতে চলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, কোহলির সঙ্গে বেঙ্গালুরুর কর্তৃপক্ষের আলোচনা সফল হয়েছে। ২০২১ সালের পর এটি কোহলির প্রথম অধিনায়কত্ব হবে। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফাফ ডু প্লেসি বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তার বয়স ৪০ পেরিয়ে যাওয়ায় নতুন নেতা খোঁজা হচ্ছে। কোহলির ফিরে আসা তাই ফ্র্যাঞ্চাইজির জন্য সেরা বিকল্প বলে মনে করা হচ্ছে।
কোহলি এর আগে টানা ৯ মৌসুম বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন। তার নেতৃত্বে ২০১৬ সালে দলটি ফাইনাল খেললেও সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারতে হয়। কোহলি ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত ১৪৩টি ম্যাচ পরিচালনা করেছেন, যেখানে বেঙ্গালুরু ৬৬টি ম্যাচে জয়লাভ করেছে।
অতীতে কোহলির নেতৃত্বে বেঙ্গালুরু ট্রফি জয় করতে পারেনি, কিন্তু তার মাঠে ফেরার মাধ্যমে নতুন উদ্যম পেতে পারে ফ্র্যাঞ্চাইজিটি। কোহলি নিজেও অধিনায়ক হিসেবে ফিরতে উদগ্রীব। এবার দেখার বিষয়, তার নেতৃত্বে বেঙ্গালুরু কি ট্রফির দেখা পেতে পারে!
আপনার মতামত লিখুন :