লক্ষ্মীপুরে মিথ্যা মামলায় সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলার উদ্যোগে বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ফেনী প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এম এ সাঈদ খানের সভাপতিত্বে ও সহ সভাপতি ফারুক সবুজের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন স্বদেশ পত্র সম্পাদক এনএন জীবন, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন ফেনীর সভাপতি এমরান হোসেন পাটোয়ারী, এশিয়ান টিভি ফেনী প্রতিনিধি জিয়া উদ্দিন সোহাগ, বাংলাদেশ সমাচার সাংবাদিক কাজী সালাহ উদ্দিন নোমান, বিএমইউজে, ফেনীর সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া, সহ সভাপতি এম এ দেওয়ানী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত রিন্টু, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন সবুজ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আফতাব হোসেন মোমিন, প্রচার সম্পাদক কাজী নুরুল আলম নিলু, দপ্তর সম্পাদক গাজিউল হক, সহ কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, আবদুল কাইয়ুম নিশান, ফখরুল ইসলাম ও আবু জাফর আহমেদ হৃদয়, দিদার মজুমদার, মানবাধিকার নেতা মোশাররফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, কোন সাংবাদিক যখন কোন দুর্নীতির বিরুদ্ধে তথ্য সংগ্রহের জন্য কোন দপ্তর বা প্রতিষ্টানে তখন সাংবাদিকের নামে দুর্নীতিবাজ অসৎ কর্মকর্তারা অথবা অসৎ লোকেরা চাঁদাবাজির অভিযোগ তোলা কালচারে পরিনত হয়েছে।
পল্লী সঞ্চয় ব্যাংকের তৎকালীন ডিএমডি ওমর ফারুক (২০১৮ থেকে ২০২১ খ্রি:) রামগঞ্জ উপজেলায় কর্মরত থাকা অবস্থায় ব্যাংকের কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটে।
ব্যাংকের টাকা আত্মসাৎ সংক্রান্ত সংবাদ প্রকাশে তথ্য সংগ্রহ করতে রবিবার দুপুর আড়াইটায় দৈনিক ইত্তেফাকের রামগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন মোস্তান, দৈনিক যায়যায়দিনের বেলায়েত হোসেন বাচ্চু, দৈনিক সমকালের জাকির হোসেন সুমন এবং মানবকণ্ঠের শাখায়াত হোসেন জাহাঙ্গীর রামগঞ্জ পল্লী সঞ্চয় ব্যাংকে যান। তথ্য সংগ্রহ শেষ করে সাংবাদিকরা ব্যাংক থেকে চলে আসার পর ঐ দিন বেলা সাড়ে তিনটার পর অফিসের সবার অগোছরে ব্যাংক থেকে ওই কর্মকতা মোস্তফা তারেক ইকবাল বের হয়ে উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ৫তলার ছাদে উঠে নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেন।
সাংবাদিকদের অনুপস্থিতি এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ব্যাংকের আভ্যন্তরীণ কারন থাকতে পারে। বর্তমান ডিএমডি বিবি রহিমা জড়িত থাকার কথা বাদী শারমিন আক্তারও বলেছেন।
মানববন্ধনে বক্তরা আরো বলেন, কোন মৃত্যু কাম্য নয়। ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ এর ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সাংবাদিকের মামলায় জড়ানো হয়েছে। ব্যাংকের টাকা আত্মসাৎকারীদের আইনের আওতায় এনে অনতিবিলম্বে আটক সাংবাদিকদের মুক্তি দাবী জানান।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :