সর্বশেষ :

বান্ধবগড়ের জঙ্গলে বিষক্রিয়ায় ৭টি হাতির মৃত্যু


ভারত সংবাদদাতা
অক্টোবর ৩০, ২০২৪ । ৪:৫৮ অপরাহ্ণ
বান্ধবগড়ের জঙ্গলে বিষক্রিয়ায় ৭টি হাতির মৃত্যু
সংগৃহীত ছবি

ভারতের মধ্যপ্রদেশের বান্ধবগড়ের ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যে ৭টি হাতির অস্বাভাবিক মৃত্যু নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে বনকর্মীরা প্রথমে ৪টি হাতির মৃতদেহ আবিষ্কার করেন।

এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় আরও ৫টি হাতিকে উদ্ধার করা হয়। তবে চিকিৎসার মাঝে আরও ৩টি হাতির মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭-এ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়া থেকেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

বনদপ্তরের আধিকারিক বিজয় এন আম্বাদে জানিয়েছেন, “ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা সম্ভব নয়। তবে বিষক্রিয়া একটি সম্ভাব্য কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।”

এই হাতিদের একটি ১৩ সদস্যের দলের অংশ বলে অনুমান, যার মধ্যে ৯টি হাতির বিষয়ে তথ্য পাওয়া গেলেও বাকি সদস্যদের এখনও সন্ধান মেলেনি। বনকর্মীরা সতর্কতার সঙ্গে জঙ্গলে আরও হাতি মৃত অবস্থায় আছে কিনা, তা নিয়ে তল্লাশি চালাচ্ছেন।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১