বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনার অংশ হিসেবে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে।
ফলকার টুর্ক জানান, বৈঠকে মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এই পরিবর্তনের সময়ে বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশন প্রতিশ্রুতিবদ্ধ।
দুই দিনের ঢাকা সফরের শেষ দিন, জাতিসংঘের হাইকমিশনার ফলকার টুর্ক সেনাপ্রধান, বাণিজ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করবেন।
উল্লেখ্য, তিনি মঙ্গলবার (২৯ অক্টোবর) বাংলাদেশে পৌঁছেছেন।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :