সর্বশেষ :

দেনার দায়ে মেয়েকে খুনের পর আত্মহত্যার চেষ্টা, বাবার স্বীকারোক্তিতে চাঞ্চল্য


ভারত সংবাদদাতা
অক্টোবর ৩০, ২০২৪ । ৩:৫১ অপরাহ্ণ
দেনার দায়ে মেয়েকে খুনের পর আত্মহত্যার চেষ্টা, বাবার স্বীকারোক্তিতে চাঞ্চল্য
প্রতীকী ছবি

দেনার চাপে পাঁচ বছরের কন্যাশিশুকে খুনের পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক বাবা। তবে শেষ মুহূর্তে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। এই ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যেই পুলিশ ওই বাবাকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, রায়গঞ্জের বাসিন্দা এই শিশুটিকে মঙ্গলবার (২৯ অক্টোবর) অচেতন অবস্থায় রায়গঞ্জ মেডিক্যালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তে পাঠায় এবং শিশুটির বাড়ি ও আশপাশ এলাকায় তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পরই শিশুটির বাবাকে গ্রেফতার করা হয়।

রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় জানান, অভিযুক্ত বাবা তার মেয়েকে খুনের কথা স্বীকার করেছেন এবং পরে আত্মহত্যার চেষ্টা করেন। তবে সেই মুহূর্তে তার বড় ছেলে ঘরে ঢুকে পড়ায় তিনি প্রাণে রক্ষা পান। তদন্তে উঠে আসে, শিশুটি খুন হওয়ার আগে বাবার অফিসঘরে ঢুকেছিল, যা সিসিটিভি ফুটেজে দেখা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে দড়িও উদ্ধার করেছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, ব্যবসায় কয়েক বছর ধরে লোকসানের কারণে অভিযুক্ত ব্যক্তি লক্ষ লক্ষ টাকার দেনায় ডুবে ছিলেন এবং মানসিক অবসাদ ও হতাশায় ভুগছিলেন। এছাড়া তিনি বিভিন্ন নেশায় আসক্ত ছিলেন। পুলিশ এখন তদন্ত করে দেখছে, এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১