ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল) নিয়োগসংক্রান্ত প্রতারণা থেকে সাবধান থাকতে বিশেষ সতর্কবার্তা দিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ডিএমটিসিএলের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে এ বিষয়ে সাধারণ জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয় যে, কিছু অনলাইন ওয়েবসাইট ও অ্যাপে ডিএমটিসিএল-এর নিয়োগ বিজ্ঞপ্তি নামে ভুয়া আবেদন ফরম ও টাকা জমাদানের বিজ্ঞপ্তি দেখা গেছে।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তাদের সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি শুধুমাত্র দেশীয় বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, ডিএমটিসিএলের ওয়েবসাইট এবং ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
তবে এসব নির্দিষ্ট মাধ্যম ছাড়া অন্য কোনো উৎস থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ও তথ্য দিয়ে কেউ প্রতারিত হলে তার দায়ভার ডিএমটিসিএল নেবে না। প্রতিষ্ঠানটি প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানায়।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :