হতাশার পরিসর পেরিয়ে লাঞ্চের দিকে টাইগাররা


অনলাইন ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৪ । ১২:৫৮ অপরাহ্ণ
হতাশার পরিসর পেরিয়ে লাঞ্চের দিকে টাইগাররা
সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে নাম লিখিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা, এবং প্রথম সেশনে দারুণভাবে রান সংগ্রহ করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ২৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৯ রান করেছে, যা টাইগারদের জন্য হতাশাজনক।

দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার, এইডেন মারক্রাম এবং টনি ডে, শক্তিশালী শুরু করেন। মারক্রাম ৫৫ বলে ৩৩ রান করে তাইজুলের প্রথম শিকারে পরিণত হন, তবে টনি ডে ৭১ বলে ৪৯ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে যান।

প্রথম সেশনের শেষদিকে ক্রিস্টান স্টাবসের সঙ্গে মিলে রান সংগ্রহ অব্যাহত রাখেন টনি ডে। এই সেশন শেষে টাইগারদের মুখে হতাশা স্পষ্ট, কারণ প্রোটিয়াদের দ্রুত রান তোলার ফলে বাংলাদেশের চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে পড়েছে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১