সর্বশেষ :

যুবলীগ নেতা মিজানের অপকর্মের আমলনামা


নোমান, কক্সবাজার
অক্টোবর ২৮, ২০২৪ । ৪:২৭ অপরাহ্ণ
যুবলীগ নেতা মিজানের অপকর্মের আমলনামা
সংগৃহীত ছবি

কক্সবাজার জেলার রামুতে যুবলীগের সাইনবোর্ড লাগিয়ে মাদককান্ড, জমি দখল, জালিয়াতি-প্রতারণা, মারধর, প্রাণনাশের হুমকি, চুরি, ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ সহ নানা অপরাধ কর্মকান্ডে জড়িয়ে আলোচনায় আসেন ব্যাপক সমালোচিত, কাউয়ারখোপ ইউনিয়ন যুবলীগ নেতা মিজানুর রহমান। ফলে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে ভুক্তভোগীরা।

মিজান প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নানা অপরাধ কর্মকান্ডে জড়িয়ে গড়েছে অবৈধ সম্পদের পাহাড়। মিজান এখনো প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে থেকেই যাচ্ছে। যার ফলে প্রশাসনের প্রতি স্থানীয়দের অনেকের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও সমালোচনা সৃষ্টি হয়েছে,প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন অনেকেই।

অভিযুক্ত মিজান কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা টিলা পাড়া এলাকার ছিদ্দিক আহম্মদের পুত্র।

অভিযোগ রয়েছে, কাউয়ারখোপ ইউনিয়নের টিলা পাড়া এলাকার মির কাশেম নামের একব্যক্তিকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার বসত বাড়ি থেকে জোর পূর্বক তুলে নিয়ে মিথ্যা মামলার ভয়ভীতি দেখিয়ে অলিখিত ষ্ট্যাম্পে দস্তখত নেওয়া, ভিকটিমকে মারধর, হত্যার হুমকি, চুরির অভিযোগে গত ১৯ আগস্ট রামু থানায় মিজানসহ ৬জনকে আসামি করে রামু থানায় ভিকটিম নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন যাহার (জি আর নং ৪৫৪/২৪ ইং রামু)।

এমনকি ২০২১ সালে ২২ আগষ্ট রামু বাইপাসস্থ অভিযুক্ত মিজান তার দোকানে আসা কাস্টমারের ব্যাগ থেকে চেক চুরির দায়ে ভুক্তভোগী হাসিনা ইয়ামিন অভিযুক্ত মিজান সহ ২ জনের বিরুদ্ধে চুরি ও প্রতারণার মামলা দায়ের করেন। যাহার মামলা নং সি আর ১৭৩/২৪ইং রামু। মিজান ২০১৭ সালে ইয়াবাসহ বিজিবির হাতে আটক হয় যাহার (জি আর ১৪৫/১৭ইং রামু) মামলাটি বর্তমানে যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত কক্সবাজারে বিচারাধীন রয়েছে। যাহার মামলা নং এস টি ৬২/২০১৮ ইং।আদালত থেকে জামিনে বের হয়ে পূণরায় জড়িয়ে পড়েন অপরাধ কর্মকান্ডে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানায়, মিজান ছিলেন একজন শ্রমিক।তিনি মুরগির খামারে চাকরি করতেন। যুবলীগের সাইনবোর্ড লাগিয়ে গত কয়েক বছরে মাদক ব্যবসা, ক্ষমতার প্রভাব দেখিয়ে জমি দখল সহ নানা অপরাধ কর্মকান্ড চালিয়ে মিজান কোটি টাকার মালিক বনে গেছে।

ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ তার অপকর্মের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে।এতে তার বিরুদ্ধে বেরিয়ে আসছে অজানাকুকীর্তি। মিজানের অপরাধ কর্মকান্ড ঠেকাতে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১