ছাত্র ইউনিয়নের সভাপতি নিয়ে বিতর্কিত কমিটি, সদস্যদের ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ


অনলাইন ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৪ । ৪:৩৬ অপরাহ্ণ
ছাত্র ইউনিয়নের সভাপতি নিয়ে বিতর্কিত কমিটি, সদস্যদের ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ
সংগৃহীত ছবি

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নতুন ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, তবে এ কমিটির সভাপতি মাসুদ কিবরিয়া এবং সহকারী সাধারণ সম্পাদক মুক্তাদির করিম কুয়াশার বিরুদ্ধে ছাত্রলীগের সাবেক কর্মী হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে কমিটি ঘোষণার পর এ অভিযোগ সামনে আসে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাসুদ কিবরিয়াকে সভাপতি এবং পরমা মোস্তফাকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সহসভাপতি হিসেবে মেহেদী হাসান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে তাওফিক ইসলাম মনোনীত হয়েছেন। তবে ছাত্র ইউনিয়ন (একাংশ) জাতীয় পরিষদের সদস্য রাকিব হোসেন দাবি করেন, মাসুদ ও মুক্তাদির ছাত্রলীগের সাবেক কর্মী। তিনি মাসুদ কিবরিয়ার ছাত্রলীগের শোডাউনে উপস্থিত থাকার কিছু ছবিও প্রকাশ করেন।

এ বিষয়ে মাসুদ কিবরিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তারা কখনোই ছাত্রলীগ করেননি। ছাত্রাবাসে সিট পাওয়ার জন্য অনেক সময় ছাত্রলীগের নেতাদের দ্বারস্থ হতে হয়েছিল, কিন্তু এ নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে।

এদিকে, খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নামে দুইটি সংগঠন আছে, এবং উভয়েই নিজেদের মূল ছাত্র ইউনিয়ন দাবি করে।

ছাত্র ইউনিয়নের অন্য অংশের কেন্দ্রীয় সভাপতি রাগীব নাঈম জানিয়েছেন, তাদের রাবি শাখায় বর্তমানে আহ্বায়ক কমিটি রয়েছে এবং নতুন কোনো কমিটি গঠন করা হয়নি।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১