মিরপুর টেস্টে সাকিব আল হাসানের অনুপস্থিতি বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি বড় ধাক্কা ছিল। নিরাপত্তা ইস্যুর কারণে সাকিব দেশের বাইরে থাকায় মিরাজ ও তার সহকর্মীরা তার অভাব পূরণ করার চেষ্টা করেও ম্যাচে হার এড়াতে পারেননি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ৯৭ রানে আউট হওয়া মিরাজ জানান, “সাকিব ভাইয়ের কারণটা আমরা সবাই জানি। তিনি একজন কিংবদন্তি, যিনি বাংলাদেশের ক্রিকেটে অসংখ্য সাফল্য এনে দিয়েছেন। তার অসাধারণ অর্জন অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা সবাই তার পাশে থাকা উচিত।”
বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে সাকিবের শূন্যতা পূরণের ক্ষেত্রে মিরাজকে উত্তরসূরি হিসেবে মনে করছেন অনেকেই। তবে মিরাজ তার সঙ্গে তুলনা করতে রাজি নন। তিনি বলেন, “সাকিব ভাই ১৭ বছর ধরে দেশের জন্য খেলছেন এবং অসাধারণ সাফল্য অর্জন করেছেন। আমি মাত্র ১-২ বছর হলো রান করতে শুরু করেছি। তাই, একজন খেলোয়াড়কে আরেকজনের সঙ্গে তুলনা না করাই ভালো।”
সাকিবের ব্যাটিং পজিশন নিয়ে মিরাজ আরও বলেন, “আমি সাত-আট নম্বরে ব্যাট করি, আর সাকিব টপ অর্ডারে। আমি আমার সময়ে দলের প্রয়োজনে সর্বোচ্চ চেষ্টা করব।”
সাকিবের অবদান ও অভাব নিয়ে এই মন্তব্যগুলো বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোকপাত করে, যা দলের জন্য নতুন চ্যালেঞ্জের সৃষ্টি করেছে।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :