আগামী নভেম্বর মাস থেকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মাধ্যমে দেশের ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়ন শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভায় অংশ নিয়ে বাংলাদেশ প্রতিনিধি দল বিভিন্ন বৈঠকে অংশ নেয়। সেখানে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দাতা সংস্থার কাছে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা এবং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার রোডম্যাপ তুলে ধরা হয়।
বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংক ব্যবস্থাপনায় চলমান সংকট এবং সম্ভাব্য সংস্কারের ওপর আলোচনায় গভর্নর বলেন, ব্যাংকগুলোর সম্পদ যাচাইয়ের জন্য রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যবেক্ষক দল এসব ব্যাংকের আর্থিক অবস্থা পর্যালোচনা করবে এবং নির্ধারণ করবে কোন ব্যাংক কতটা ক্ষতির মুখে রয়েছে।
এছাড়া অর্থনৈতিক উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারত্বের উন্নতির জন্য মার্কিন সরকারের নীতি সহায়তা চাওয়া হয়েছে।
ড. আহসান এইচ মনসুর জানান, “যুক্তরাষ্ট্র সরকার ও বিশ্বব্যাংকের কাছ থেকে এ বিষয়ে নীতি সহায়তা আশা করা হচ্ছে। দেশের আর্থিক খাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই সহায়তা প্রয়োজন।”
প্রতিনিধি দলের পক্ষ থেকে আর্থিক খাতের শুদ্ধিকরণ প্রক্রিয়ার অগ্রগতি এবং ব্যাংক ব্যবস্থাপনায় ইতোমধ্যেই গৃহীত পদক্ষেপগুলোও বৈঠকে তুলে ধরা হয়।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :