সর্বশেষ :

তিন ক্রিকেটারকে বিশেষ সম্মাননা দিল বিসিবি


অনলাইন ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৪ । ৬:০১ অপরাহ্ণ
তিন ক্রিকেটারকে বিশেষ সম্মাননা দিল বিসিবি
সংগৃহীত ছবি

মিরপুর টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের জন্য দুঃখজনক পরাজয় হলেও, সেই ম্যাচেই রেকর্ড সৃষ্টি হয়েছে। ৭ উইকেটে প্রোটিয়াদের কাছে হেরে গেলেও, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন ক্রিকেটারকে বিশেষ সম্মাননা দিয়ে তাদের কৃতিত্বকে স্বীকৃতি দিয়েছে।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বলে ৩০০ উইকেট পূরণের গৌরব অর্জন করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিজো রাবাদা। প্রথম দিনে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিমকে আউট করে তিনি এই মাইলফলক অর্জন করেন।

ম্যাচের দ্বিতীয় দিনে, বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম তার টেস্ট ক্যারিয়ারের ২০০ উইকেট পূরণ করেন, যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে শুধুমাত্র সাকিব আল হাসানের আগে এসেছে।

তৃতীয় দিনে মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ৬,০০০ রান পূর্ণ করে একটি নতুন ইতিহাস গড়েন।

ম্যাচ শেষে, বিসিবির পক্ষ থেকে কাগিজো রাবাদার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। এছাড়া, তাইজুল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেন সাবেক অফস্পিনার আব্দুর রাজ্জাক, এবং মুশফিকুর রহিমকে সম্মাননা দেন সাবেক অধিনায়ক ও বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন।

এই সম্মাননা বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করলো, যা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হতে পারে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১