সর্বশেষ :

হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের শেষ সময় জানাল ধর্ম মন্ত্রণালয়


অনলাইন ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৪ । ৩:১১ অপরাহ্ণ
হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের শেষ সময় জানাল ধর্ম মন্ত্রণালয়
সংগৃহীত ছবি

ধর্ম মন্ত্রণালয় পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ১৩ অক্টোবর, রবিবার, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৩ অক্টোবরের মধ্যে সকল হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী, ২৩ অক্টোবর থেকে মিনায় ও আরাফায় তাঁবু বরাদ্দ এবং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তির কাজ শুরু হবে। নিবন্ধনের ক্ষেত্রে ‘আগে এলে আগে পাবেন’ নীতি অনুসরণ করা হবে। তাই, যদি ২৩ অক্টোবরের আগে নিবন্ধন সম্পন্ন না হয়, তবে কাঙ্ক্ষিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া সম্ভব হবে না।

এছাড়া, যদি নিবন্ধনে দেরি হয়, তাহলে হজযাত্রীদের জামারাহ থেকে অনেক দূরে পাহাড়ি এলাকা কিংবা নিউ মিনা অঞ্চলে অবস্থান করতে হতে পারে, যা সৌদি আরবের গরম আবহাওয়ার মধ্যে তাদের জন্য কষ্টকর হবে। সুতরাং, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে ধর্ম মন্ত্রণালয় সকল হজগমনেচ্ছুদেরকে তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে ২৩ অক্টোবরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করেছে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১