আল্লামা শাহসূফি সৈয়দ মুহাম্মদ মমতাজ আলী আল কাদেরী ১৫ তম পবিত্র ওরছ সম্পন্ন 


জাফর ইকবাল, চট্টগ্রাম
অক্টোবর ১৩, ২০২৪ । ৬:২১ অপরাহ্ণ
আল্লামা শাহসূফি সৈয়দ মুহাম্মদ মমতাজ আলী আল কাদেরী ১৫ তম পবিত্র ওরছ সম্পন্ন 
সংগৃহীত ছবি

আশেকে রাসুল হযরতুলহাজ্ব আল্লামা শাহসূফি সৈয়দ মুহাম্মদ মমতাজ আলী আল কাদেরী আলচিশতি ওয়াল জাহাঁগিরি (কছিআ)এর ১৫ তম পবিত্র  বার্ষিক ওরছ মোবারক মাহফিলে প্রধান আলোচকের তাকরীর করছেন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য,

জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা হাফেজ কাজী আবদুল আলিম রেজভী (মজিআ).মাহফিলে ছদারত করেন জাহাঁগিরিয়া শাহসূফি মমতাজিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত আল্লামা সৈয়দ মুহাম্মদ আলী (মজিআ).উপস্থিত ছিলেন পীরজাদা মাওলানা খাজা  সৈয়দ মোবারক আলী (মজিআ)বিশেষ মেহমান ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসার সম্মানিত মুহাদ্দিস আল্লামা মুফতি মীর মুহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী,

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের জি এম (মার্কেটিং) আলহাজ্ব মুহাম্মদ আবদুর রহিম, আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের কেন্দ্রীয় সহ দপ্তর সচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন,।দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন আওলাদ গণ।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১