অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শনিবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনে যান তিনি। মন্দিরে পৌঁছানোর পর ড. ইউনূসকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এরপর তিনি মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার বিভিন্ন আয়োজন সম্পর্কে পুরোহীতের সঙ্গে কথা বলেন।
ড. ইউনূসের আগমনকে কেন্দ্র করে মন্দির এলাকা জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এসএসএফসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করে। সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এর আগে, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে এখন পর্যন্ত ৪৩টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যার মধ্যে ১৪টি মামলা ও ২৯টি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
এসব ঘটনায় ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইজিপি আরও বলেন, পূজা-সংক্রান্ত যেকোনো সমস্যার দ্রুত সমাধানের জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ সার্বক্ষণিক কার্যকর রয়েছে, এবং পূজা সম্পর্কিত যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :