‘স্ত্রী ২’ মুক্তির অপেক্ষায়, গন্তব্য ভারতে ‘প্রহেলিকা’


অনলাইন ডেস্ক
অক্টোবর ৯, ২০২৪ । ৭:৩৭ অপরাহ্ণ
‘স্ত্রী ২’ মুক্তির অপেক্ষায়, গন্তব্য ভারতে ‘প্রহেলিকা’
সংগৃহীত ছবি

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের পর সম্প্রতি নতুন করে গঠন করা হয়েছে সিনেমা আমদানি-রপ্তানি কমিটি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়েছে গত ২ অক্টোবর। নতুন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে একই দিনে, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, বলিউডের আলোচিত সিনেমা ‘স্ত্রী ২’ বাংলাদেশে মুক্তি পাবে। এটি মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। সিনেমাটি পরিচালনা করেছেন অমর কৌশিক, যেখানে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনয় করেছেন। মুক্তির প্রথম সপ্তাহেই সিনেমাটির বক্স অফিস আয় দাঁড়িয়েছে ২৯১.৬৫ কোটি রুপি। যদিও ‘স্ত্রী ২’ বাংলাদেশের প্রেক্ষাগৃহে কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই, তবে শিগগিরই এটি মুক্তি পেতে পারে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে ‘প্রহেলিকা’, যা গত বছর মুক্তি পেয়েছিল। চয়নিকা চৌধুরী পরিচালিত এই সিনেমাটিতে মাহফুজ আহমেদ ও বুবলী জুটি বেঁধেছেন। দীর্ঘ আট বছর পর মাহফুজ আহমেদের বড় পর্দায় প্রত্যাবর্তনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ‘প্রহেলিকা’। সিনেমাটি মুক্তির পর দেশ-বিদেশে প্রশংসা অর্জন করেছে।

এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ ও সাবিহা জামান। সিনেমাটির কাহিনি, সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার।

বাংলাদেশের সিনেমা শিল্পের এই দুটি গুরুত্বপূর্ণ ঘটনা দেশের চলচ্চিত্র প্রেমীদের জন্য নতুন আশার সঞ্চার করেছে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১