সদ্য শেষ হওয়া কানপুর টেস্টের আগেই টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। তিনি ইঙ্গিত দিয়েছিলেন, চলতি মাসে মিরপুর টেস্টে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাবেন। তবে আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ার কারণে তার দেশে ফেরার বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই জানিয়েছে, তারা সাকিবের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। এদিকে সরকারের পক্ষ থেকেও এখনও কোনো স্পষ্ট নির্দেশনা আসেনি। তবে গতকাল (সোমবার) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাকিব ইস্যুতে কিছুটা আশাবাদী হয়ে বক্তব্য দিয়েছেন।
বোর্ড সভার পর নাজমুল হাসান বলেন, “সাকিবের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে এবং তার দেশে ফিরে মিরপুরে অবসর নেওয়ার ভালো সম্ভাবনা আছে।”
সাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে, এবং আওয়ামী লীগের বেশিরভাগ সংসদ সদস্য গ্রেপ্তার হচ্ছেন। ফলে সাকিব দেশে ফিরলে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা থেকে যায়। তিনি দেশে ফিরলে নিরাপত্তা এবং সুষ্ঠু প্রস্থানের নিশ্চয়তা চান।
আইনি দিক নিয়ে প্রশ্ন করা হলে বিসিবি সভাপতি বলেন, “আইনের বিষয়গুলো সরকার ঠিক করবে। আমরা বোর্ড হিসেবে যতটা পারি, সাকিবের নিরাপত্তার ব্যবস্থা নেব। তবে পুরো বিষয়টি সরকারের হাতেই।”
এদিকে, সাকিবের বিপিএলে অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদি সরকার থেকে গ্রিন সিগনাল না আসে, তাহলে আসন্ন বিপিএলে দেখা নাও যেতে পারে এই তারকাকে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :