আবরার ফাহাদ হত্যার ৫ বছর: বিচারপ্রক্রিয়া ও মায়ের ফাঁসি দাবির প্রতিধ্বনি


অনলাইন ডেস্ক
অক্টোবর ৭, ২০২৪ । ১১:৩৯ পূর্বাহ্ণ
আবরার ফাহাদ হত্যার ৫ বছর: বিচারপ্রক্রিয়া ও মায়ের ফাঁসি দাবির প্রতিধ্বনি
সংগৃহীত ছবি

আজ বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ৫ বছর পূর্ণ হলো। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে আবরারকে। ফেসবুকে ভারত-বিরোধী স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। রাত ৩টার দিকে হলের দ্বিতীয় তলা থেকে তার নিথর দেহ উদ্ধার করে কর্তৃপক্ষ।

আবরার বুয়েটের ১৭তম ব্যাচের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। ভারতের সঙ্গে বাংলাদেশের পানি ও গ্যাস চুক্তি নিয়ে ভিন্নমত প্রকাশ করে ৫ অক্টোবর একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। এর পরদিন, শেরেবাংলা হলের গেস্টরুমে ছাত্রলীগের নেতারা আবরারকে ডেকে নিয়ে হত্যার পরিকল্পনা করে। রাতে দ্বিতীয় বর্ষের কয়েকজন ছাত্রকে ডাকা হয় এবং আবরারের মোবাইল ঘেঁটে ফেসবুক ও মেসেঞ্জার চেক করে শিবিরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তোলে। আবরার অভিযোগ অস্বীকার করলে তাকে স্টাম্প দিয়ে পেটানো শুরু করে। একপর্যায়ে আবরার অচেতন হয়ে পড়লে তাকে হলের অন্য কক্ষে নেওয়া হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে, চিকিৎসকের আগমনের আগেই আবরার মৃত্যুবরণ করেন।

আবরার হত্যার পর তার বাবা মো. বরকত উল্লাহ চকবাজার থানায় মামলা করেন। ২০২১ সালের ৮ ডিসেম্বর আবরার হত্যাকাণ্ডের রায় ঘোষণা করা হয়, যেখানে ২০ জনের ফাঁসির আদেশ এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে রায়ের বিরুদ্ধে করা আপিল এখনো নিষ্পত্তি হয়নি। আবরারের মা রোকেয়া খাতুন দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানিয়ে আসছেন। এছাড়া আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন আসামি এখনো পলাতক রয়েছে, এবং তিনি তাদের দ্রুত গ্রেপ্তার ও রায় কার্যকরের দাবি জানান।

এ মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকারসহ আরো অনেকে রয়েছে। পলাতক আসামিদের মধ্যে রয়েছে মুজতবা রাফিদ, এহতেশামুল রাব্বি তানিম ও মাহমুদুল জিসান।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১