সর্বশেষ :

বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ


মনোয়ার ইমাম, ভারত
অক্টোবর ৫, ২০২৪ । ৪:০৩ অপরাহ্ণ
বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ
সংগৃহীত ছবি

পূর্ব মেদিনীপুর জেলার বন্যা কবলিত এলাকার ছাত্র ও ছাত্রীদের জন্য এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন জেলা পুলিশ সুপার শ্রী সম্যদ্বীপ ভট্টাচার্য, আই পি এস। সম্প্রতি পশ্চিম বাংলার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভয়াবহ এই বন্যায় গৃহহীন মানুষের পাশে দাঁড়াতে জেলা পুলিশ প্রশাসন ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

জেলা পুলিশের সদস্যরা নন্দকুমার, রামনগর, দিঘা, কনটাই, দাঁতন, বেলদা, নন্দীগ্রাম, মহিষাদল, হলদিয়া, কাঁথি, তমলুক এবং ঘাটালসহ বিভিন্ন জায়গায় সরাসরি পৌঁছে যাচ্ছেন বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য। তাদের জীবনের ঝুঁকি নিয়ে নৌকা এবং বোড ব্যবহার করে তারা প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করছেন।

বন্যার পানি নামার পর সাধারণ মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পড়াশোনা পুনরায় শুরু করার জন্য তাদের হাতে তুলে দেওয়া হয়েছে প্রয়োজনীয় বই, খাতা এবং লেখাপড়ার সামগ্রী। পাশাপাশি, উৎসাহ বৃদ্ধির উদ্দেশ্যে দুর্গা পূজার উপহারসহ বিভিন্ন সামগ্রীও প্রদান করা হয়েছে।

এদিকে, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়াতে জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা সব ধরনের সহযোগিতা করবে। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার শ্রী সম্যদ্বীপ ভট্টাচার্য সকলের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন, যা প্রমাণ করছে মানবিকতার এক অনন্য উদাহরণ।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১