দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে বসবে বিএনপি, প্রাধান্য পাবে নির্বাচনী রোডম্যাপ


অনলাইন ডেস্ক
অক্টোবর ৫, ২০২৪ । ১০:২৬ পূর্বাহ্ণ
দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে বসবে বিএনপি, প্রাধান্য পাবে নির্বাচনী রোডম্যাপ
সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফার আলোচনায় বসছেন। এ আলোচনার সূচনা হবে বিএনপির সঙ্গে বৈঠকের মাধ্যমে। শনিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটায় যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বিএনপি এ বৈঠকে ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা থেকে নির্বাচনের আগে কী ধরনের সংস্কার প্রয়োজন, তা তুলে ধরবে। দলের নেতারা বলেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা, নির্বাচন-পরবর্তী রাষ্ট্রের সংস্কার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে তাদের সুপারিশগুলো উপস্থাপন করা হবে। পাশাপাশি, অন্তর্বর্তী সরকারের মনোভাব বোঝারও চেষ্টা করবে দলটি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা আলোচনার প্রধান ইস্যু হবে। অন্যদিকে, সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপি প্রস্তাব করবে যে, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন। স্বৈরাচারমুক্ত প্রশাসন এবং স্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিত করতে সুপ্রিম জুডিশিয়াল কমিশন শক্তিশালী করার প্রস্তাবও দেবে দলটি।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি প্রতিরোধের বিষয়েও সুপারিশ তুলে ধরা হবে বলে জানান বিএনপির শিল্প ও বাণিজ্য সংস্কার কমিটির সদস্য আব্দুল আউয়াল মিন্টু।

প্রশাসনের স্বৈরাচারের সহযোগীদের সরানো এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখতে এ বৈঠকে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১