কাহালুতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 


নুরুল ইসলাম, কাহালু
অক্টোবর ৫, ২০২৪ । ৩:৩৫ অপরাহ্ণ
কাহালুতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 
সংগৃহীত ছবি

শনিবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে এক র‍্যালি  ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছাঃ মেরিনা আফরোজ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কাহালু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আলিম, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কাহালু  সিদ্দিকায়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান, আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজাফফর হোসেন, কাহালু  সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  এফ এম এ ছালাম, উপজেলা মাধ্যমিক  শিক্ষক কল্যাণ কর্মচারী সমিতির সভাপতি ও নিচিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বাংলাদেশ‌‌ মাধ্যমিক শিক্ষক সমিতি কাহালু উপজেলা শাখার সহ- সভাপতি ও কনিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  ইব্রাহিম আলী, কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন প্রমূখ।

সভায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোরশেদা আখতারর মিম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিফাত আখতার খানম সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। বিশ্ব  শিক্ষক দিবস অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগারিতে উপজেলার ৬ জন গুণীজন শিক্ষককে ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভা শেষে উপজেলা চত্বর থেকে এক  র‍্যালি বের করা হয়।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১